ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলন

‘ঢাকায় গিয়ে যারা সহিংসতা করেছে, তাদের তালিকা করুন’

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ১০:০১, ২৯ জুলাই ২০২৪
‘ঢাকায় গিয়ে যারা সহিংসতা করেছে, তাদের তালিকা করুন’

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী স্থানীয় আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে যারা ঢাকায় গিয়ে অরাজকতা, বিশৃঙ্খলা, সরকারি সম্পদে আগুন ও সহিংসতা করে এসেছে তাদের তালিকা করুন।

রোববার (২৮ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন তিনি।

একরামুল করিম চৌধুরী বলেন, আজকের সমাবেশ শান্তি ও ঐক্যের। এই সমাবেশ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে করা হয়েছে। আমি জেলাতে কাউকে মাইনাস করে রাজনীতি করতে চাই না। আমি আজ ঐক্যের জন্য ডাক দিয়েছি। কে আসবে, কে আসবে না, তা জানি না। তবে আমি আমার কর্মীদের পাশে আছি। ঐক্য থাকলে এ শহরে জামায়াত-শিবিরের কোনও নিশানা থাকবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আলতাফ হোসেন প্রমুখ।

সুজন/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়