ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের বিভিন্ন স্থানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ২০:৫৯, ৩১ জুলাই ২০২৪
দেশের বিভিন্ন স্থানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

নোয়াখালীতে মিছিল করেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নয় দফা দাবিতে বুধবার (৩১ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম, খুলনা, সিলেট, গাজীপুর ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা।  এসময় সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত এবং আটক হয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের একাংশের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আদালতপাড়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।

আরো পড়ুন:

জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন শুরু করেন তারা। পরে চট্টগ্রাম আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

চট্টগ্রাম আদালত পাড়ায় শিক্ষার্থীরা অবস্থান করেন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়।

ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক উপস্থিত ছিলেন। তবে, গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলেননি।

খুলনা: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরীর সাতরাস্তা মোড় থেকে সংঘর্ষ শুরু হয়। পরে তা রয়েল মোড়, শান্তিধাম, মডার্ন ফার্নিচার মোড়, বাইতিপাড়া, মৌলভীপাড়া, পিটিআই মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। 

সংঘর্ষে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আটক করার কথা স্বীকার করেছে পুলিশ।

খুলনা শহরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, কোটা আন্দোলনের সমন্বয়কারীরা মঙ্গলবার (৩০ জুলাই) রাতে খুলনা সার্কিট হাউসে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক বিশৃংখলা করার চেষ্টা করছে। সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। 

বরিশাল: বরিশাল নগরীতে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ শিক্ষার্থী এবং ৩ সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ ১৩ শিক্ষার্থীকে আটক করে। সংঘর্ষ চলাকালে সদর রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল।

বরিশালে মিছিলে লাঠিচার্জ করে পুলিশ

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিবাবক আসলে বাকি দুই জনকে ছেড়ে দেওয়া হবে।

সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে শহরের কোর্ট পয়েন্টের দিকে যান। সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারের দিকে রওনা হন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে নগরের সুবিদ বাজারের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করে। এরপর থেকে আন্দোলনকারীরা আশপাশ এলাকায় আশ্রয় নেয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ শক্ত অবস্থানে ছিলো। তার কাছে কাউকে গ্রেপ্তারের তথ্য নেই।

গাজীপুর: কয়েক দফা পুলিশের বাধা উপেক্ষা করে গাজীপুর শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কয়েক জনকে আটক করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

গাজীপুরে মিছিল করেছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সকালে সাড়ে ১১টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জেলা প্রশাসকের কাযালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এসময়ে পুলিশ এসে সড়কের দুই পাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে জেলা শহরের রেলক্রসিং এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। এসময়ে আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়। মিছিলটি শিববাড়ি হয়ে শিমুলতলীর ডুয়েটের দিকে যেতে থাকে। বটতলা এলাকায় পৌঁছালে পুলিশ  লাঠিচার্জ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় কয়েক জনকে আটক করে পুলিশ। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম বলেন, মিছিল থেকে তিন জন এবং অনান্য স্থান থেকে চার জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ জন গ্রেপ্তার হয়েছে। আজকের মিছিল থেকে কতোজনকে আটক করা হয়েছে তা আগামীকাল জানা যাবে। 

চাঁদপুর: দুপুর ১টার দিকে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় মাথায় লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে, তারা জেলা জজ আদালত চত্বরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয় এবং শিক্ষার্থীদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যায়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

চাঁদপুরে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা 

শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সে জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম ও ডিবি’র ওসি এনামুল হক চৌধুরী।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, ‘আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করার জন্য বলেছি। তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং জনগণের জানমালের ক্ষতি না করা, এসব বিষয়ে বুঝিয়ে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’

নোয়াখালী: মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা জজ কোর্ট প্রাঙ্গণে এসে সমাবেত হন। সেখানে তারা ঘণ্টাব্যাপী অবস্থান করেন।

কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচি শুরুর আগেই মাইজদী বাজার, জেলা শহরের প্রধান সড়ক, জজ কোর্ট প্রাঙ্গনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থান নিতে দেখা যায়। শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের বাঁধা দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

বগুড়া: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি পালন করেছেন বগুড়ার শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে  শহরের জেলখানা মোড়ে ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এসময় তারা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আটক ৬ সমন্বয়কসহ গ্রেপ্তারকৃত সব শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা জেলাখানা মোড় থেকে চলে যান।

বগুড়া শহরের জেলখানা মোড়ে শিক্ষার্থীরা

টাঙ্গাইল: বুধবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তারা ৯ দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় অতিতিরক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো. কায়ছুরুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের হয়ে আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি। 

শেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার বিকেল ৪টার দিকে শেরপুর শহরের খোয়ারপার এলাকায় মিছিল করেন শিক্ষার্থী। মিছিলটি খোয়ারপার শাপলা চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে শহরের তিন রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

মিছিল চলাকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) খোরশেদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

রেজাউল, নূরুজ্জামান, অনিক, নূর, রেজাউল, অমরেশ, সুজন, এনাম, কাওছার, তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়