ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান  

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ১ আগস্ট ২০২৪  
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান  

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে ‘Remembering Our Heroes’ নামে একটি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা থেকে ডাকা কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও বড় মাঠে আয়োজন হয় এই প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানটি। আয়োজনে অংশ নেন কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁও বড় মাঠ প্রাঙ্গণ। সমবেত স্থলে প্রতিবাদী গান, কবিতা, নাটক ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয় অনুষ্ঠান। 

অনুষ্ঠানে সমবেত শিক্ষার্থীরা জানান, নিহত সাধারণ শিক্ষার্থীদের হত্যার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে। কোনো শক্তি বাধা দিতে পারবে না, আন্দোলন থামাতেও পারবে না। 

উপস্থিত শিক্ষার্থীর অভিভাবক রাশেদা বেগম বলেন, ‘আমি অনেক চেষ্টা করেও আমার সন্তানদের বাসায় আটকে রাখতে পারিনি। কিন্তু যেভাবে পুলিশের গুলিতে শিক্ষার্থীরা মারা যাচ্ছে, সন্তানকে আন্দোলনে পাঠিয়ে নিজে কীভাবে বাসায় বসে থাকি। তাই আমিও এসেছি।’

হিমেল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়