ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৩৯, ৪ আগস্ট ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ও সোনারগাঁও অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা।

রোববার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বর্তমানে শুধুমাত্র অটোরিকশা চলাচল করছে।

এদিকে সকালের দিকে কিছু সংখ্যক ট্রাক ও কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে যানবাহনগুলোকে শিক্ষার্থীরা আটকে রাখেন। এর ফলে মহাসড়কে বর্তমানে সুনসান অবস্থা বিরাজ করছে।

আমির হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনো যানবাহন নেই। তাই বাধ্য হয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি। ভাড়াও লাগছে অনেক বেশি।’

শেফালী বেগম নামের এক নারী যাত্রী বলেন, ‘ঢাকায় ডাক্তার দেখানোর জন্য বের হয়েছি। কিন্তু কোনো যানবাহন না থাকায় রিকশা দিয়ে ভেঙে ভেঙে হাসপাতালে যেতে হচ্ছে।’

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, ‘সকাল থেকে আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।’

অনিক/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়