ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৫২, ৪ আগস্ট ২০২৪
সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় আন্দোলনকারীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে পুলিশ মোতায়ের রয়েছে। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদেও ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে সিলেট নগরীতে অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করলেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নগরীর বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে।

নূর/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়