ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা টুটুল আটক
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নীরব হোসেন টুটুল
বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল ওরফে টুটুল মামাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, নীরব হোসেন টুটুল ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এক সময়ের বিএনপি নেতা নীরব হোসেন টুটুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছোড়া গুলিতে একটি পা হারান। এরপর সাদিকের অনুগ্রহে আওয়ামী লীগে যোগদান করে শক্ত অবস্থান গড়ে দলের মধ্যে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে থাকেন। সাদিকের হয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ব্যবসার দখল নিয়ে নেন। সাদিক তাকে মামা হিসেবে সম্বোধন করায় পুরো জেলায় তাকে টুটুল মামা হিসেবে চিনত। এই টাকায় ভারতেও বাড়ি গড়েছেন বলে জানা যায়।
অভিযোগ আছে, সর্বশেষ গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে কোটা আন্দোলনকারীদের ঠেকাতে গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়া দেয় টুটুল।
আরিফুর/বকুল