ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে সড়কের শৃঙ্খলা থেকে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৯ আগস্ট ২০২৪  
রাজশাহীতে সড়কের শৃঙ্খলা থেকে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার মাছের বাজারে শিক্ষার্থীরা

রাজশাহীর সড়কের শৃঙ্খলা নিশ্চিত করাসহ নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) সকালে একদল শিক্ষার্থী নগরীর সাহেববাজার এলাকায় বাজার মনিটরিং করেন। এ সময় তারা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। অতিরিক্ত পণ্যমূল্য আদায় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, গত কয়েকদিনের মতো আজও রাজশাহীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় ছিলেন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের পাশাপাশি নগরীর প্রতিটি মোড়ে ৮ থেকে ১০ জন করে শিক্ষার্থীকে বৃষ্টির মধ্যে অবস্থান নিয়ে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে দেখা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের অনেকেই শিক্ষার্থীদের শুকনো খাবার-পানি ও ছাতা সরবরাহ করেন।

আরো পড়ুন:

গত সোমবার নগর ভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের পর রাজশাহী সিটি করপোরেশনের কার্যক্রম থেমে গেছে। বাসাবাড়ি থেকে ভ্যানে করে ময়লা-আবর্জনা সংগ্রহ ছাড়া আর কোনো কাজই হচ্ছে না। এ অবস্থায় শুক্রবার কয়েকজন শিক্ষার্থীকে রাজশাহীর সড়ক বিভাজনের গাছের পরিচর্যা করেছেন।

নগরীর বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনের কাজও করছেন শিক্ষার্থীদের বিভিন্ন দল। দেয়াল পরিষ্কার করে রং-তুলিতে নানা স্লোগানও লিখে দিচ্ছেন তারা। রাতের নিরাপত্তায় নিয়োজিত হয়েছে ‘সেভ রাজশাহী’-এর তরুণ ছাত্র-জনতা। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিচ্ছেন।

এ দলের নেতৃত্ব দিচ্ছেন ‘শাটিকাপ’ চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি বলেন, ‘রাজশাহীর নিরাপত্তায় ছাত্র-জনতাসহ সব শ্রেণির মানুষ যোগ দিয়েছেন। শুধু রাতে নয়, দিনেও কোথাও কোনো সমস্যা হলে তাদের দল চলে যাচ্ছে। কয়েক দিন ধরে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নগর ভবন, নগর পুলিশ সদর দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের লুট হওয়া জিনিপত্র ফিরিয়ে আনছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য শিক্ষার্থীদের পাশাপাশি তারাও মাঠে থাকবেন।’

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়