ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০৯, ১১ আগস্ট ২০২৪
মহেশখালীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. রায়হান (২৮) নামে এক যুবককে আটক করেছে নৌবাহিনী। শনিবার (১০ আগস্ট) উপজেলার আদিনাথ মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।

রায়হান উপজেলার ফকিরাঘোনা নতুন বাজার এলাকার আমির হোসেনের ছেলে। মহেশখালী নৌবাহিনীর দায়িত্বে থাকা লেফট্যানেন্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনসাধারণ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মাঠে রয়েছে নৌবাহিনী। শনিবার আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনাকালে খবর আসে, স্থানীয়দের ওপর হামলা হচ্ছে। সঙ্গে সঙ্গে নৌবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে এক যুবককে অস্ত্র-গুলিসহ আটক করে। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়