পিরোজপুরে রাস্তায় ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার
পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় আব্বাস হাওলাদার এ অস্ত্র দেখতে পান। পরে স্থানীয়রা সেনা সদস্যদের খবর দিলে তারা অস্ত্র উদ্ধার করেন।
এ বিষয় সেনাবাহিনীর ক্যাপ্টেন মারুফ হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাস্তার পাশে ফেলে যাওয়া এয়ারগান উদ্ধার করা হয়েছে। পরে এলাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে থানায় হস্তান্তর করা হয়।
ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান জানান, সেনা সদস্যরা একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। উদ্ধার হওয়া অস্ত্রটি রাতে ডাকাতরা রাস্তার পাশে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তাওহিদুল/বকুল