ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

পাবনায় বুক-পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১৪ আগস্ট ২০২৪  
পাবনায় বুক-পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

বুক জোড়া লাগানো যমজ সন্তান। মঙ্গলবার পাবনার ফরিদপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়

পাবনার ফরিদপুর উপজেলার একটি ক্লিনিকে বুক ও পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম দিয়েছেন এক নারী। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে উপজেলার লাইফ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম দেন তিনি। বর্তমানে মা ও তার সন্তানরা ভালো আছেন।

প্রসূতি মায়ের নাম আরজিনা খাতুন। তিনি আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার আয়েনগঞ্জ রাজাপুর গ্রামের দিনমজুর সিফাত আলীর স্ত্রী। এই দম্পতির আগে একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে।

আরজিনা খাতুন জানান, ‌গতকাল মঙ্গলবার বিকেলে প্রসব বেদনা উঠলে তাকে পাশের ফরিদপুর উপজেলার গোপালনগর এলাকার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে তিনি জমজ কন্যা সন্তানের জন্ম দেন।

তিনি বলেন, ‘তিনবার আলট্রাসনোগ্রাম করা হয়েছে। ডাক্তাররা একবারও বলেননি আমার যমজ সন্তান হবে। শুধু বলছেন, বাচ্চার পজিশন ঠিক নেই। নরমাল ডেলিভারি হবে না, সিজার করা লাগবে। যমজ সন্তান বুক ও পেট জোড়া লাগানো হবে ভাবতেই পারিনি। এখন কী করার আছে। আল্লাহ দিয়েছেন। চেষ্টা করবো তাদের সুস্থ্যভাবে রাখার।’

আরজিনা খাতুনকে সিজার করেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডা. ডলি রানী সাহা। তিনি বলেন, ‘অপারেশন ভালোভাবেই হয়েছে। বাচ্চা দুটি সুস্থ্য আছে। তারা একটি ফুসফুস দিয়ে শ্বাস নিচ্ছে। বুক ও পেট জোড়া লাগানো হলেও পায়ু পথ ও মাথা আলাদা তাদের।’

লাইফ কেয়ার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রত্না খাতুন বলেন, ‘বাচ্চা দুটি বের করতে অনেক কষ্ট হয়েছে। যমজ বাচ্চা অনেক দেখেছি। বুক ও পেট জোড়া লাগানো যমজ বাচ্চা আগে দেখিনি। বাচ্চা দুটি ভালভাবেই খাবার খাচ্ছে।’

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়