ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মন্দিরের দেয়ালে ধর্মীয় শিষ্টাচার তুলে ধরছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:৩৭, ১৫ আগস্ট ২০২৪
মন্দিরের দেয়ালে ধর্মীয় শিষ্টাচার তুলে ধরছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা

চাঁদপুরের সড়কের পাশে অবস্থিত মন্দিরগুলোর দেয়ালে দেয়ালে রঙ-তুলিতে নিপুণভাবে নিজেদের ধর্মীয় শিষ্টাচার তুলে ধরছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত সনাতনী ছাত্র জনতা ঐক্যের ব্যানারে তাদেরকে এই কাজ করতে দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, মন্দিরের দেয়ালগুলোতে কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি মূলক ধর্মীয় বাণী, প্রাকৃতিক দৃশ্য এবং সংকটে দেব-দেবীরা কি করেছেন তা রঙ-তুলিতে চিত্রাঙ্কন করে ফুটিয়ে তুলে ধরেন শিক্ষার্থীরা।

চাঁদপুরের সনাতনী ছাত্র জনতা ঐক্যের সমন্বয়ক কানাই দে বলেন, সনাতন ধর্মের নতুন প্রজন্মের সামনে ধর্মের সুন্দর বাণীগুলো তুলে ধরা, ধর্মীয় কাজে তাদের উজ্জীবিত করা এবং মন্দিরের দেয়ালগুলোর সৌন্দর্য বর্ধন করতে আমরা শিক্ষার্থীরা এই মহৎ কাজটি করে যাচ্ছি। 

সনাতনী ছাত্র জনতা ঐক্যের আরেক সমন্বয়ক রবিন চক্রবর্তী বলেন, সমগ্র বাংলাদেশটাই শিক্ষার্থীদের রঙ-তুলিতে নতুন রূপে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ধর্মীয় মন্দিরগুলোর পবিত্রতা রক্ষা করে সৌন্দর্য্য বর্ধনের কাজে আমরাও রঙ-তুলি নিয়ে এগিয়ে এসেছি। 

চাঁদপুরের সনাতনী ছাত্র জনতা ঐক্যের অন্যতম সমন্বয়ক তিথী সরকার বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতি রক্ষার্থে রঙ-তুলি নিয়ে কাজ করছি। আমাদের ধর্ম যে সামাজিক দায়বদ্ধতা, সম্প্রীতির বন্ধনের কথাগুলো বলেছে সেগুলোই তুলে ধরা হচ্ছে। পর্যায়ক্রমে আমরা সড়কের পাশের সকল মন্দিরের দেয়ালেই রঙ-তুলি দিয়ে অঙ্কনের কাজ চলমান রাখবো।

অমরেশ/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়