ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৬ আগস্ট ২০২৪  
টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ দশমিক ৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রাতে উপজেলার নাইট্যংপাড়া সীমান্ত এলাকা থেকে চালানটি জব্দ করা হয়।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, পাচারের উদ্দেশ্যে মিয়ানমার থেকে আনা মাদকদ্রব্য একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। সে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই জন পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১ দশমিক ৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়