ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনের মুখে রাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০৭, ১৯ আগস্ট ২০২৪
আন্দোলনের মুখে রাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

অধ্যাপক ড. সেলিনা আখতার ও অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। ফাইল ছবি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেছেন। 

রোববার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে এমন তথ্য জানা গেছে।

এর আগে রোববার সন্ধ্যার মধ্যে ভিসি এবং প্রো-ভিসির পদত্যাগের জন্য সময় বেঁধে দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ভিসির পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়, পারিবারিক কারণে অনতিবিলম্বে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে তিনি অব্যাহতি চান। তবে প্রো-ভাইস চ্যান্সেলর কি কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

জানা গেছে, ভিসি এবং প্রো-ভিসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলো। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা বিষয়গুলোকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ের এ দুই অভিভাবকের পদত্যাগ দাবি জানিয়ে আসছিলেন। 

এর আগে শনিবার (১৭ আগস্ট) রাবিপ্রবি’র প্রক্টর ড. নিখিল চাকমা এবং সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন পদত্যাগ করেছিলেন। এছাড়াও গত ১৫ আগস্ট ছাত্রী হলের সহকারী প্রাধ্যক্ষ গৌরব চাকমা পদত্যাগ করেন।

বিজয়/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়