যশোরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
পিঠে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন আহত সাংবাদিক পরাগ
যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মারামারি ছবি তোলার সময় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তার ক্যামেরা ভাঙচুর করেন হামলাকারীরা।
সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকায় হামলা হয়।
আহত ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এসময় কয়েকজন যুবক মারামারি শুরু করেন। আমি তাদের মারামারির ছবি তুলছিলাম। ছবি তোলা দেখে তারা লাঠি ও হাতুড়ি নিয়ে তেড়ে আসেন। তারা ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন।’
তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে তারা আমাকে মারধর এবং ক্যামেরা ভাঙচুর করেন। পরে কয়েকজন সহকর্মী এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ফটোসাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
রিটন/মাসুদ