ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৮ সেপ্টেম্বর ২০২৪  
টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ইরফান (২২) টেকনাফের হোয়াইক্য কাঞ্জরপাড়ার নূর হোসেনের ছেলে। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান আসছে, এমন খবরের ভিত্তিতে মেজরের ঘের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়