কুষ্টিয়া থানা ভাঙার বিষয়টি ভুলবশত বলেছিলাম: মাজেদ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যুবদল নেতা আব্দুল মাজেদ
‘‘কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি’- বক্তৃতায় কথাটি ভুলবশত বলে ফেলেছিলাম। এর জন্য আমি দুঃখিত। থানা ভাঙচুর বা লুটপাটের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’’
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কবুরহাটের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন কুষ্টিয়া জেলা যুবদল নেতা আব্দুল মাজেদ।
রোববার (৮ সেপ্টেম্বর) যুবদল নেতা আব্দুল মাজেদের একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাজেদকে বলতে শোনা যায় ‘শহীদের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছেন, তাঁদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।’
৭ আগস্ট বিকেলে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন আব্দুল মাজেদ। বক্তব্যটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সমালোচনার মুখে পড়েন তিনি।
সংবাদ সম্মেলনে যুবদল নেতা আব্দুল মাজেদ বলেন, খাজানগর দেশের বৃহৎ চালের মোকাম। খাজানগরসহ আশপাশের এলাকায় প্রায় ৫ শতাধিক চালকল রয়েছে। এসব চালকল মালিকদের হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায় করার চেষ্টা চলছে এমন অভিযোগের ভিত্তিতে চালকল মালিক ও এলাকাবাসী একত্রিত হয়ে সচেতনতার জন্য ওই দিন সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘সমাবেশে অনেক বিষয় তুলে ধরে ১০ থেকে ১১ মিনিটের বক্তব্য দিয়েছি। ওই বক্তৃতায় ভুলবশত থানা ভাঙার বিষয়ে যা বলেছি, যা সঠিক নয়। থানা ভাঙার সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না। বরং বক্তৃতার পুরো অংশটি প্রচার না করে খণ্ডিত বক্তব্য দিয়ে আমাকে হেয় করা হচ্ছে। থানায় হামলার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনে করলে প্রকৃত সত্যতা বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’
যুবদল নেতা মাজেদ আরও বলেন, ‘১৪ বছর পর আমার এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশতঃ মুখ দিয়ে এ কথাটি বেরিয়ে গেছে। এর জন্য আমি দুঃখিত।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধানসহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, রোববার (৮ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে যুবদল নেতা আব্দুল মাজেদের বক্তব্যের দায়ভার সংগঠন বহন করবে না বলে জানান জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই বলেন, ‘আব্দুল মাজেদ যুবদলের সমন্বয়ক টিমের প্রধান। অনেকে প্রশ্ন তুলেছেন, তার এই বক্তব্যের সঙ্গে আমাদের সম্পৃক্ততা কী? আমি পরিষ্কার করে বলতে চাই, তার বক্তব্যের সঙ্গে জেলা যুবদলের সম্পৃক্ততা নেই। সেটা তার একান্তই ব্যক্তিগত মতামত। এর দায়ভার নিজেকে বহন করতে হবে। কারও ব্যক্তিগত দায়ভার সংগঠন বহন করবে না।’
তিনি আরও বলেন, ‘আমি এবং সাধারণ সম্পাদক দুজনেই অসুস্থ ছিলাম। তাই আন্দোলন-সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি থানা ও পৌর কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য কেন্দ্র থেকে তিন সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল। কিন্তু জেলা যুবদলের কমিটি বহাল রয়েছে। কেন্দ্রকে আমরা সমন্বয়ক কমিটি নিয়ে সমস্যার সমাধান করার জন্য জানিয়েছিলাম। তারা খুব দ্রুত বিষয়টি সমাধান করে দেবেন বলে আশস্ত করেছেন।’
কাঞ্চন/বকুল