ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

মেহেরপুরে দোকানের সামনে থেকে বোমা-কাফনের কাপড় উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৪
মেহেরপুরে দোকানের সামনে থেকে বোমা-কাফনের কাপড় উদ্ধার

মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা রবিউল ইসলামের (৫৫) ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে দুইটি বোমা, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলার গোপালরগর বাজারে এ ঘটনা ঘটে। 

রবিউল ইসলাম রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে।

রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাই। আজ শুক্রবার সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে বোমা দেখতে পায়। স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা, চিরকটি ও কাফনের কাপড় উদ্ধার করে। 

তিনি আরও বলেন, কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা-কাটাকাটি হয়। এটা সেই করনেও হতে পারে।

গাংনী থানায় উপ-পরিদর্শক শিমুল বিল্লাহ্ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ফারুক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়