ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

হত্যা মামলায় ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৪  
হত্যা মামলায় ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকোকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় খুলনার ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

নূরুজ্জামান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়