ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

কেরানীগঞ্জ সংবাদাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪  
কেরানীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

বঞ্চিত শ্রমিকের অধিকার আদায়ের জন্য ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঢাকার কেরানীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী রয়েল পার্টি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, আ.ন.ম শামসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। জনগণের টাকা হরণ করে বিদেশে বাড়ি নির্মাণ করেছে। বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে নিঃস্ব করে দিয়েছে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 

এ সময় ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমরা তাদের আর্থিক সহায়তা দিচ্ছি বলেও জানান তিনি। 

শিপন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়