ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

সুনামগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
সুনামগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগ আহমদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সোহাগ আহমদ পূর্বচাইরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল ওয়াহিদর ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোহাগ আহমদ জীবিকার তাগিদে বাড়ির নিকটবর্তী চেলা নদীতে প্রতি রাতে বালু পাথর উত্তোলনের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রোববার রাতে একই উদ্দেশে সে বাড়ির বাইরে ছিলেন।  সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে বসত ঘরের উঠানে গলায় ওড়না পেঁচানো সোহাগের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশিরা এসে পুলিশে খবর দেয়। পরে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম এসে সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, আমরা স্থানীয়দের থেকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে।

মনোয়ার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়