বিজয়নগরে সাহায্য চাওয়ায় ভিক্ষুককে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাওয়া এক নারী ভিক্ষুককে (৪৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ।
আটক মানিক মিয়া সিঙ্গারবিল ইউনিয়নের মোল্লা মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে গিয়ে এক ভিক্ষুক নারী সাহায্য চান। সেসময় মোল্লা বাড়ির মানিক মিয়া ভিক্ষুককে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকেন। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে ভিক্ষুকের গলায় কোপ দেন তিন। ঘটনাস্থলেই ভিক্ষক নারীর মৃত্যু হয়। এঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে নিহতের ছেলে আসছেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি।
মাইনুদ্দীন/মাসুদ