ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ আটক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪  
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ আটক

উদ্ধার হওয়া মহিষ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। যার বাজারমূল্য অর্ধ কোটি টাকারও বেশি। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের পর ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৪০ হাজার টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষের চালানটি আটক করা হয়। আটক মহিষ কাস্টমসে জমা করে নিলাম সম্পন্ন করা হবে। 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়