ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

ফেনীতে কনস্টেবল পদে উত্তীর্ণ ৬৪৩ জন

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২৯ অক্টোবর ২০২৪  
ফেনীতে কনস্টেবল পদে উত্তীর্ণ ৬৪৩ জন

কনস্টেবল পদে প্রাথমিক বাছাইপর্বে অংশ নেওয়াদের একাংশ

ফেনী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের প্রাথমিক বাছাইপর্বে ৬৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ফেনী জেলা পুলিশ লাইন্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।   

ফেনী জেলা পুলিশ সূত্রে জানা যায়, টিআরসি পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল গত ১৫ অক্টোবর। এবার ফেনী জেলায় ১ হাজার ৩৩৩ জন চাকরি প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রথমদিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯৭৮ জন। 

সূত্র আরও জানায়, আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট মাঠ বাছাই কার্যক্রম চলবে। এ তিন ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষা ও পরবর্তী ধাপে অংশ নিতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে টিআরসি হিসেবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। 

আরো পড়ুন:

ফেনী জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ (ডিআই-১) মো. মনিরুজ্জামান বলেন, ফেনীতে সুষ্ঠুভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার ফেনী জেলায় ১ হাজার ৩৩৩ জন চাকরি প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আজ উপস্থিত ছিলেন ৯৭৮ জন। তাদের মধ্যে বাছাইয়ের প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৬৪৩ জন। উত্তীর্ণরা আগামী দুই দিন কাগজপত্র যাচাইসহ পিইটি টেস্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যারা উত্তীর্ণ হবেন তারাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। ফেনীবাসীর প্রতি নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল-প্রতারক চক্র থেকে দূরে থাকুন। কোনো প্রার্থী আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষণিক বাতিল করা হবে। 

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়