ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

সম্মান থাকতে পদত্যাগ করুন: রাষ্ট্রপতিকে রেজাউল করিম

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৩ নভেম্বর ২০২৪  
সম্মান থাকতে পদত্যাগ করুন: রাষ্ট্রপতিকে রেজাউল করিম

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সম্মান থাকতে পদত্যাগ করে চলে যান। তা না হলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। 

রোববার (৩ নভেম্বর) বিকেলে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘শেখ হাসিনা পালানোর পরে রাষ্ট্রপতি বলেছিলেন পদত্যাগপত্র পেয়েছেন। কিছু দিন পরে তিনি বলেন পদত্যাগপত্র তিনি পাননি। তিনি কচ্ছপের মতো আচরণ করেছেন, বিপদ দেখে মাথা গুটিয়ে নিয়েছেন, বিপদ গেলে আবার মাথা বের করেছেন।’  

আরো পড়ুন:

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে ইসলামী রাষ্ট্রের পর্যায়ে যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী দলগুলো একত্রিত হলে এবং প্ল্যাটফর্ম গঠন করতে পারলে, আশা করা যায়, ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। স্বাধীনতার পর থেকে যাঁরা দেশের ক্ষমতায় বসেছেন, তাঁরাই স্বৈরাচার হয়েছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কেউ স্বৈরশাসক না হতে পারে, এ জন্য পিআর সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি প্রবর্তন করতে হবে।’

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। আওয়ামী লীগসহ সকল দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। দেশের সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এ শীর্ষ নেতা।

বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, আওয়ামী স্বৈরাচার বিদায়ের পর অনেক নব্য স্বৈরাচার চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত হয়েছে। তাদের আওয়ামী লীগের পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে সুস্থ রাজনীতির চর্চার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন, জেলা কমিটির উপদেষ্টা মাওলানা মুজ্জাম্মিল হক কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাস্টার মকবুল হোসেন, এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ। 

সমাবেশে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
 

শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়