বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ির আহমদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে হুসাইন ফরাজি (৭)।
কাশিয়ানীর ভাটিয়ারাপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন মজুমদার বলেন, একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভাটিয়াপাড়া যাচ্ছিল। ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এলে অটোরিকশাটি ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে যায়। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৮ যাত্রী আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
বাদল/কেআই