ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে: গয়েশ্বর

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৬ নভেম্বর ২০২৪  
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে: গয়েশ্বর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‌‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে। দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সংস্কারের নামে অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুত সময়ে মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

বুধবার (৬ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। তবে গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। জনগণ চায়, তাদের ভোটের অধিকার ফিরে পেতে।’ 

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘গত ১৬ বছর হামলা ও মামলা দিয়ে বিএনপির লোকজনকে হয়রানি করে বাসায় ঘুমাতে দেয়নি বিগত সরকার। ছাত্র-জনতার আন্দোলনের কারণে হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে।’

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফ আহম্মেদ মানিক, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. রায়হান মিয়া প্রমুখ।

শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়