ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

খুলনার নর্দার্ন ইউনিভার্সিটিতে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৭ নভেম্বর ২০২৪  
খুলনার নর্দার্ন ইউনিভার্সিটিতে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দাবির পক্ষে সম্মতি প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আহম্মদ হামিম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগেও বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ক্যাম্পাসে যে কোনো ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানান, সম্প্রতি বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

তারা দাবি জানান, পূর্বের ন্যায় বর্তমানেও নর্দান ইউনিভার্সিটি খুলনায় যেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে। ছাত্রদের দাবি উপস্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও দলীয় ছাত্ররাজনীতি বন্ধ থাকার সঙ্গে একমত। বিশ্ববিদ্যালয়ে দলীয় কোনো ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে বা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়