ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ১৯ বছর আজ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪০, ১৪ নভেম্বর ২০২৪
ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ১৯ বছর আজ

ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার দুই বিচারক হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শোক র‌্যালি করা হয়। ছবি: রাইজিংবিডি

ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দুই বিচারক হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পূর্ব চাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে দুই বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রমুখ।

২০০৫ সালের এদিনে জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে হত্যা করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

ঢাকা/অলোক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়