ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৬, ২৬ নভেম্বর ২০২৪
বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

চার বছর আগে বন্ধ হওয়া সাভারের ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে। শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় পাঁচ বছর আগে কোভিড-১৯ এর দোহাই দিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, ডিইপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ব্যবসায়ী পক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, চার বছর আগে কারখানা বন্ধ হলেও এখনো শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না করা হলে সড়ক থেকে শ্রমিকরা সরবেন না বলেও জানান।

মো. ইসলাম নামে লেনি অ্যাপারেলস লিমিটেড এর একজন কর্মী বলেন, “চার বছর আগে কারখানা বন্ধ হওয়ার সময়কার এক মাসের বেতনসহ অন্যান্য পাওনা ও সার্ভিস বেনিফিট মিলিয়ে ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে আমার। এক টাকাও এখনো পাইনি। আগামী ৩০ তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা ধারণা করছেন এই তারিখেও তাদের টাকা দেওয়া হবে না। যার কারণে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।”

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, “২০২১ সালে সংকটের মুখে বন্ধ হয়ে যায় ডিইপিজেডএর কারখানা লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস। বন্ধ হয়ে গেলেও কারখানাটির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা এখনো বকেয়া রয়েছে।”

এ বিষয়ে জানতে ডিইপিজেড নির্বাহী পরিচালক আবদুস সোবহানের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

ঢাকা/সাব্বির/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়