ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবিরের ‘রগ কাটার’ অভিযোগ প্রমাণিত নয়: কেন্দ্রীয় সভাপতি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৩৮, ২ ডিসেম্বর ২০২৪
শিবিরের ‘রগ কাটার’ অভিযোগ প্রমাণিত নয়: কেন্দ্রীয় সভাপতি

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে সোমবার যোগ দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম দাবি করেছেন, ছাত্র শিবিরের নামে যে রগ কাটার অভিযোগ, সেটা কখনো প্রমাণিত হয়নি।

মঞ্জুরুল ইসলাম বলছেন, ‘‘ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকর্মী ‘শহীদ’ হয়েছেন। যারা আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন, তারাই আমাদের নেতাকর্মীদের হত্যা করেছেন।”

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।  

কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা।

দেশে সুস্থ ও সুষ্ঠু ধারার রাজনীতি হওয়া উচিত মন্তব্য করে মঞ্জুরুল ইসলাম বলেন, “আওয়ামী শাসনামলে ছাত্রলীগ সাড়ে ১৫ বছর ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করেছে। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল। তাই দেশে ছাত্র রাজনীতির সংস্কার দরকার।”

তিনি বলেন, “ছাত্র রাজনীতির মাধ্যমে জাতির নেতৃত্ব তৈরি হয়। আমাদের ছাত্র রাজনীতির ইতিহাস সমৃদ্ধ। আমরা যদি ৫২, ৪৭, ৭১ এর কথা বলি, স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা বলি; সর্বশেষ চব্বিশের ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনের কথা বলি— তাহলে সব আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা রেখেছেন। ছাত্ররাই দলমত নির্বিশেষে এসব আন্দোলনে অংশ নিয়েছিল।”

ছাত্র শিবিরের এডওয়ার্ড কলেজ শাখার তত্ত্বাবধায়ক রাকিবুল ইসলামের সঞ্চালনায় ও পাবনা শহর শাখা শিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি খান হাবিব মোস্তফা, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক মো. শফিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন, কলেজ শাখা শিবিরের সভাপতি তামিম হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। ইসলাম সঙ্গীত ও নাটিকা পরিবেশন করে অনির্বান সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ঢাকা/শাহীন/মাসুদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়