ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:২১, ৩ ডিসেম্বর ২০২৪
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাসিনুর রহমান (৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা খালপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

নিহত জহুরা খাতুন ও ছেলে হাসিনুর রহমান ওই গ্রামের কৃষক জয়নার আবেদীনের মেয়ে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনেরা জানায়, সোমবার বিকালের দিকে তারা বাড়ির বসতঘরের ভিতরে খেলা করছিল। হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে হাসিনুরের শরীরে পড়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময়ে তার কাছে গেলে তার বোনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে দু’জনই মারা যায়।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী জানান, কৃষক জয়নালের দুই শিশু সন্তান কারেন্টের তারে জড়িয়ে মারা গেছে। এদিন বাদ এশা শিশু দুজনকে দাফন করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়ছে।

ঢাকা/ইয়াছিন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়