ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌপুলিশের অভিযান, মুন্সীগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৫ ডিসেম্বর ২০২৪  
নৌপুলিশের অভিযান, মুন্সীগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের বাগবাড়িতে নৌপুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। যার মূল্য আনুমানিক তিন কোটি টাকা। 

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের বাগবাড়ি এলাকার একটি গোডাউনে এ অভিযান চালানো হয়। 

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে সদর উপজেলার বাগবাড়ি এলাকায় একটি গোডাউনে অভিযান পরিচালনা করে দশ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান, ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম।

ঢাকা/রতন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়