ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৭ ডিসেম্বর ২০২৪  
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মারধর-নির্যাতন, হামলা-ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। লোহাইড় গ্রামবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় লোহাইড় গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শারীরিক নির্যাতনের শিকার ভুক্তভোগী এবাদত মোল্যা ও মোহাম্মদ মোস্তাক জামাল। এসময় লোহাইড় গ্রামের বাসিন্দা করিম খাঁন, ছিদ্দিক খন্দকার, রবিউল খাঁনসহ বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, “বিগত ইউপি নির্বাচনে তারা বর্তমান ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়ার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করেন। এরপর সালাউদ্দিন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় এমপি মুহাম্মদ ফারুক খানের ছত্রছায়ায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতাবলে বলিয়ান হন। তিনি এলাকায় লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন এবং গ্রামের বিভিন্ন নিরীহ লোকের জমিজমা দখল করেছেন।” 

তারা আরো অভিযোগ করে বলেন, “কিশোর গ্যাং দিয়ে এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজি করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর হাওলাদার ও তার ছেলে মিলন হাওলাদার দলের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন সময় বাড়ি-ঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছেন। এতে ভুক্তভোগীসহ গ্রামবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেকেই জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।” 

বর্তমানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়া যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন।

ঢাকা/বাদল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়