ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আশুলিয়ায় আজ ছয় কারখানা বন্ধ, ৬টিতে ছুটি

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৫, ১২ ডিসেম্বর ২০২৪
আশুলিয়ায় আজ ছয় কারখানা বন্ধ, ৬টিতে ছুটি

সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরো কিছু দাবি-দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা।

এমন পরিস্থিতিতে ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরো ছয়টিতে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকরা জানান, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বাৎসরিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা।

উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জল কামান।

শিল্প পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েও অন্তত ২৫টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। এমন পরিস্থিতিতে নিউ এইজের তিনটা কারখানা, ব্যান্ডো ডিজাইন, মেডলার  অ্যাপারেলস ও শারমিন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, চলমান অস্থিরতার কারণে নাসা গ্রুপের একাধিক কারখানাসহ ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, গতকাল বুধবার আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতিতে ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

ঢাকা/সাব্বির/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়