ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ ডিসেম্বর ২০২৪  
রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব

রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) নগরের কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসবের আয়োজন হয়। 

উৎসবে সভাপতিত্ব করেন নকমাপ্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মার্ডি। 

অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতি গোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশে উৎসর্গ করা হয়। 

উৎসবের এই দিনে ধনী, গরীব, ছোট-বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা। 

পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

ঢাকা/কেয়া/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়