ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী থেকে যাচ্ছে না বাস

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:১৬, ১৬ ডিসেম্বর ২০২৪
শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী থেকে যাচ্ছে না বাস

বাস শ্রমিকদের মারধরের জের ধরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে, বাইরের জেলা থেকে আসা বাসগুলো রাজশাহী থেকে চলে যেতে পারছে বলে জানিয়েছেন শ্রমিকেরা।

সোমবার সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত পাঁচজন বাস শ্রমিককে মারধর করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে বাসচালক স্বপন আলী, বাবর, শাহীন, নুরুজ্জামান ও কন্ডাক্টর জিয়া মারধরে আহত হয়েছেন। এর জের ধরে রাজশাহী থেকে আন্তঃজেলা রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

দুপুর ১টার দিকে হঠাৎ করেই বাস শ্রমিকরা নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠি হাতে রাস্তায় নামেন। তারা নগরের রেলগেটের সিএনজি স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে রাজশাহীর শ্রমিকনেতা হেলাল উদ্দীন শ্রমিকদের উত্তেজিত না হওয়ার অনুরোধ করেন। তার অনুরোধ উপেক্ষা করে কিছু শ্রমিক সিএনজি অটোরিকশা ভাঙচুরের উদ্দেশ্যে অগ্রসর হন রেলগেটের দিকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের শান্ত করেন। 

বিকেলে ৩টা পর্যন্ত রাজশাহী থেকে বাস বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেছেন, “শ্রমিকরা বাস ছাড়ছেন না। রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ আছে। শুধু বাইরে থেকে আসা বাস চলে যাচ্ছে।”

তিনি বলেন, “তানোরে আমাদের পাঁচ-ছয়জন শ্রমিককে মেরে আহত করেছেন সিএনজি অটোরিকশার চালকরা। পুলিশ এখনও মামলা নেয়নি। কাউকে গ্রেপ্তারও করেনি। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন।”

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছেন, “বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশার চালকদের সমস্যা পুরনো। এরা শহরে গেলে তাদের সিএনজি অটোরিকশা আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক-হেলপারদের দাপট দেখায়। এই সমস্যার সমাধান হওয়া উচিত।”

মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, “মামলা নেওয়া হচ্ছে। তারা অভিযোগ দিয়ে গেছেন। সেটা লিখতে তো সময় লাগবে। মামলা লেখা হচ্ছে। মামলা রেকর্ড হয়ে যাবে।”

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়