ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪১, ২১ ডিসেম্বর ২০২৪
নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে। আলতাফ হোসেন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার।

আরো পড়ুন:

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, ‘‘উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত। এতে ছয় কক্ষবিশিষ্ট দালানের অধিকাংশ ঘর পুড়ে যায়। আগুন লাগার পর বাড়ির সব সদস্য বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা। পরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।’’

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়