ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে মুদি দোকানে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২১ ডিসেম্বর ২০২৪  
মুন্সীগঞ্জে মুদি দোকানে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মুদি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব-মুন্সীয়া সড়কের পাশের দোকানটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানায়, পূর্ব-মুন্সীয়া গ্রামের রহিম শেখের ছেলে হুমায়ন কবির চুন্নুর মালিকানাধীন টিনের দোকানে আগুন লাগে। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দোকানে আগুন লেগেছে।

ভুক্তভোগী মুদি দোকানী সূত্রে জানা গেছে, এ ঘটনায় টিনের দোকানসহ আসবাবপত্র ও বিভিন্ন মুদি মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।

স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন বলেন, “চুন্নু ভাইয়ের দোকানটি পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।”

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোয় বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়েছে।

ঢাকা/রতন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়