ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে বিরোধ

মেহেরপুরে ভাইদের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ 

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৪  
মেহেরপুরে ভাইদের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ 

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ে বিরুদ্ধে বোন তসলিমা খাতুনকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল গ্রামের গোরস্থানের পাশের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। 

নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫নং ওয়ার্ড বাগানপাড়া এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। তিনি তার বাবার বাড়ি চাঁদবীলে বসবাস করতেন। 

নিহত তসলিমার স্বামী আব্দুল হান্নান বলেন, “বাবা-মার সম্পত্তির ১২ বিঘা জমির মধ্যে সাড়ে ১০ কাঠা জমি মুখে মুখে দিলেও রেজিস্ট্রি করে দেয়নি। বাকি জমির ভাগ চাওয়ায় তসলিমার ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক ও কান্টু হোসেন মিলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে আমার স্ত্রীকে।”

প্রতিবেশী আলেয়া খাতুন বলেন, “তসলিমা খাতুনের স্বামীর বাড়ি চুয়াডাঙ্গায় হলেও ৩-৪ বছর আগে তার বাবা মৃত বরকত আলীর বাড়ি চাঁদবীলে চলে আসেন। সে সময় থেকে এখানেই তারা বসবাস করছেন।”

এদিকে, তসলিমা খাতুনের মরদেহ উদ্ধারের পর থেকে তার ভাইদের পরিবারের সবাই আত্মগোপনে চলে গেছেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি খুন হয়েছেন বলে দাবি করছেন পরিবারের লোকজন। আমাদেরও ধারণা, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের মুল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে বিশ্বাস।”

ঢাকা/ফারুক/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়