ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় কাভার্ডভ্যান উল্টে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ৩১ ডিসেম্বর ২০২৪  
কুষ্টিয়ায় কাভার্ডভ্যান উল্টে নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের তক্কেল প্রামানিকের ছেলে বিটু গায়েন (৩০) ও একই এলাকার গুরা সর্দার (৭৫)।

পুলিশ জানায়, আজ বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেবনগর এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কাভার্ডভ্যানটির নিচে ভ্যানের যাত্রীরা চাপা পড়েন। ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। এ সময় রাস্তায় দীর্ঘ যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বলেন, ‍“সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি কুষ্টিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। ভ্যানটিও একই দিকে যাচ্ছিল। পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কাভার্ডভ্যান। এ সময় কাভার্ড ভ্যানের নিচে ভ্যান ও ভ্যানের যাত্রীরা চাপা পড়েন। ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।” 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়