ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ বাবু গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৪৭, ৭ জানুয়ারি ২০২৫
পাবনায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ বাবু গ্রেপ্তার

সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার সন্ত্রাসী বাবু। ছবি: সংগৃহীত।

সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থেকে ৯ মামলার আসামি ‘সন্ত্রাসী’ বাবু ওরফে কাঙ্গাল বাবু ওরফে জাইরা বাবুকে (৫৩) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনীর মেজর শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়। সে সময় চিহ্নিত ‘সন্ত্রাসী’ বাবুর কাছ থেকে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী। 

গ্রেপ্তারকৃত বাবু সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে। 

অভিযানে নেতৃত্ব দেয়া মেজর শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় আনুমানিক ৪৫ সদস্যর একটি সশস্ত্র চৌকস টিমসহ সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। সে সময় চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামি বাবু ওরফে জাইরা বাবুকে আটক করা হয়। 

চিহ্নিত সন্ত্রাসী বাবুর বিরুদ্ধে বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় খুন, ডাকাতি, অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন, অপহরণ, হাটবাজারে চাঁদাবাজিসহ ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, “সেনাবাহিনী থানায় হস্তান্তর করার পর সোমবার বিকেলে পাবনার আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/শাহীন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়