ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরে সারবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ৩

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৮ জানুয়ারি ২০২৫  
জামালপুরে সারবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ৩

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় সারবোঝাই ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়ে গেছে। এতে ট্রেন চালকসহ কমপক্ষে তিন জন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে একটি সারবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটিকে প্রায় দুইশ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালকসহ তিন জন।

আরো পড়ুন:

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’’

ঢাকা/শোভন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়