ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে সমাবেশ  

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৮ জানুয়ারি ২০২৫  
কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে সমাবেশ  

কুষ্টিয়ায় জেলা বিএনপির ‘বিতর্কিত’ আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। 

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মজমপুর রেলগেটে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

আরো পড়ুন: কুষ্টিয়ায় জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা

সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ শাসন আমলে নির্যাতিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে এই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুগ্ম-সম্পাদক কাজল মজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কোবির প্রমুখ।

আরো পড়ুন: কুষ্টিয়ায় বিএনপির ৪ আহ্বায়ক কমিটি গঠন

এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। 

তিন দিনের এই কর্মসূচির মধ্যে ছিল- বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। পরে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  এই কমিটি বাতিলের দাবিতে কুষ্টিয়ার বিএনপি নেতাকর্মীরা গত বছরের ৬ নভেম্বর বিক্ষোভ মিছিল এবং ১৭ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়