ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০১, ৯ জানুয়ারি ২০২৫
শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার

ওসি আল আমিন

শরীয়তপুরের জাজিরা থানা ভবনে নিজের শয়নকক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম। আল আমিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরো পড়ুন:

দুপুর ১টার দিকে থানা ভবনের ভেতরে ওসির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক মানুষ থানা ভবনের সামনে ভিড় করে। তবে নিরাপত্তার স্বার্থের কথা বলে সাংবাদিকসহ কাউকে খানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে চিকিৎসক ও পুলিশ।  

পুলিশ সুপার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা জানানো হবে। 
 

ঢাকা/আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়