ঢাকা     রোববার   ১৬ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫২, ১০ জানুয়ারি ২০২৫
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম

গাজীপুর জেলা কারাগারে বন্দি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের (৪৬) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন গাজীপুর জেলা কারাগারের সুপার মোহাম্মদ রফিকুল কাদের।

আরো পড়ুন:

শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি গত ৯ আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি। গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে বন্দি ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, “শ্রমিকলীগ নেতা শেখ জহিরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিস রোগেও আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৪ দিকে কারাগারের ভেতর তার বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাকে দ্রুত কারাগারের ভেতরে হাসপাতালে নেওয়া হয়।” 
তিনি আরো বলেন, “সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে একটি হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তুলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, “বিকেলে তাকে ( জহিরুল ইসলাম) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়