ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১২ জানুয়ারি ২০২৫  
রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। 

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

গোল্ডেন লাইন পরিবহনের নিহত চালকের নাম বাচ্চু শেখ (৪৮)। তার বাবার নাম মোনছের শেখ। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা।

আহতরা হলেন- সুমি (৪০), হারুন (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০) ও নিয়ামত (৫৫)। বাকিদের নাম ও তাৎক্ষণিকভাবে তাদের কারোরই বিস্তারিত ঠিকানা জানা যায়নি। এছাড়াও হানিফ পরিবহনের আহত চালকের নামও জানা যায়নি।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। আর হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে গড়িয়ানা এলাকায় এলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন এবং নিজেদের সিটে আটকে যান। এছাড়া আহত হন দুই বাসের অন্তত ১০-১৫ জন যাত্রী। 

স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন জানান, গোল্ডেন লাইন পরিবহনের চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হানিফ পরিবহনের চালক সদর হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর অবস্থায় আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত বাকি ৯ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢাকা/রবিউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়