ঢাকা     শনিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৫ ১৪৩১

গাজীপুরে চিকিৎসককে অপহরণের পর মারধর, মুক্তিপণে ছাড়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১২ জানুয়ারি ২০২৫  
গাজীপুরে চিকিৎসককে অপহরণের পর মারধর, মুক্তিপণে ছাড়

অপহরণ ও মারধরের শিকার চিকিৎসক আমিনুর রহমান

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসা দিয়ে ফেরার সময় আমিনুর রহমান (৪০) নামের নামের এক চিকিৎসক অপহরণের শিকার হন। পরে রাতভর নির্যাতন করে সেই শব্দ মোবাইল ফোনে শুনিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। 

রবিবার (১২ জানুয়ারি) ভোরে ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে গাজীপুরের একটি স্থান থেকে ছাড়া পান ওই চিকিৎসক। এর আগে গতকাল শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রবিবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন চিকিৎসক আমিনুর রহমানের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন।

অপহরণের শিকার আমিনুর রহমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কচুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন বলেন, “রাত ৩টা পর্যন্ত অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে কয়েক দফায় টাকা নেয়। এরপর ভোর ৪টার দিকে আহত অবস্থায় তাকে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয়। তাকে ছেড়ে দেওয়ার আগে তার কাছে থাকা ক্রেডিট কার্ড থেকে টাকা, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ কেড়ে নেয় অপহরণকারীরা। এর আগে চিকিৎসকের স্ত্রী মোসা. লুনার কাছে ফোন দিয়ে অপহরণকারীরা স্বামীকে দফায় দফায় মারধর করে কান্নার শব্দ শুনিয়ে টাকা দাবি করে।”

চিকিৎসকের ভগ্নিপতি সৈয়দ ইসমাইল হোসেন বলেন, “শ্রীপুরের মাওনা চৌরাস্তায় একটি ক্লিনিকে চিকিৎসা দিতে ঢাকা থেকে দুপুরে রওনা হয়েছিলেন আমিনুর রহমান। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মাওনা চৌরাস্তায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপহরণ করা হয়। তার ব্যবহৃত মুঠোফোন নম্বর থেকে জোর করে তাকে দিয়ে পরিবারের কাছে ফোন করিয়ে মুক্তিপণ দাবি করায় অপহরণকারীরা। কথা বলা অবস্থায় তাকে মারধর করা হচ্ছিল। অপহরণকারীরা পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১১টা পর্যন্ত তিন দফায় মোট এক লাখ টাকা অপহরণকারীদের পাঠানো হয়। তবে কিছুক্ষণ পরপর আমিনুর রহমানের মুঠোফোন থেকে অপহরণকারীরা বাকি টাকা পরিশোধে চাপ দেয়। এরপর রাত ৩টা নাগাদ আরও ৩০ হাজার টাকা পাঠানো হয়।”

চিকিৎসকের স্ত্রী লুনা বলেন, “মারধর করে তার স্বামীকে কয়েক দফা কথা বলায় অপহরণকারীরা। বারবার কান্না শুনিয়ে মুক্তিপণের টাকা দিতে চাপ দেয় তারা। বিষয়টি গাজীপুরের শ্রীপুর থানা ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে জানালে তারা অভিযান শুরু করে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “ওই চিকিৎসক বাসায় ফিরেছেন বলে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমাদের থানা পুলিশ কাজ করছে।”

ঢাকা/রফিক/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়