ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীগঞ্জে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় 

হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৫ জানুয়ারি ২০২৫  
নবীগঞ্জে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় 

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুরে ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিবছর এইদিনে ঘোড়া দৌড়ের আয়োজন করে আলমপুর গ্রামবাসী। প্রচলিত আছেন যে, গ্রামটিতে প্রায় দুইশত বছর ধরে এই প্রতিযোগিতা হচ্ছে। 

প্রতিযোগিতায় নারী, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে সমবেত হন। এবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন চুনারুঘাট উপজেলার কাছম আলীর ঘোড়া (আর্মি সোনা), ২য় স্থান লাভ করে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া (সোনার হৃদয়)। 

প্রতিযোগিতায় ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ঘোড়দৌড় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সামছু মিয়া, শাহ জাহান মিয়া, ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ১টি সিলিং ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি মোবাইল প্রদান করা হয়।

ঢাকা/আজহারুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়