ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২৪, ১৬ জানুয়ারি ২০২৫
রাঙামাটিতে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু

রাঙামাটিতে লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন

দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটিতে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। 

এসময় রাঙামাটির পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি রিজিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসিসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের নতুনভাবে উজ্জীবিত করতে এবং পাহাড়ের কৃষ্টি ঐতিহ্যকে সারাদেশের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে স্থানীয়দের জন্যও একটি বিনোদনের মাধ্যম সৃষ্টি হয়েছে।” 

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, জেলা পুলিশের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়েছে। মেলার নিরাপত্তা জন্য সর্বদা পুলিশ নিয়োজিত থাকবে।” 

মেলায় আসা দর্শনার্থী শোভা চাকমা বলেন, “রাঙামাটিতে বেশ অনেক বছর যাবত বড় কোনো মেলা হয়নি। এইবার লম্বা সময়ের জন্য মেলা আয়োজন হওয়ায় আমরা খুব খুশি।” 

মেলায় বিভিন্ন হাতে তৈরি পণ্য, মাটির তৈজসপত্রসহ নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

ঢাকা/শংকর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়