ঘন কুয়াশা কেটে গেছে, পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আরিচা ফেরি ঘাট
ঘন কুয়াশায় বন্ধ থাকার ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও সাড়ে ৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় রাত সাড়ে ৩ টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ৯ টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এ নৌরুটে ৬ টি ফেরির মধ্যে ৪টি ফেরি চলাচল করছে। বাকি ২টি ফেরি মেরামত রয়েছে।
এছাড়া ভোর সাড়ে ৫ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে একই কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এ নৌরুটে ১৭ টি ফেরির মধ্যে ১৫ টি ফেরি চলাচল করছে।
ঢাকা/চন্দন/টিপু